সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

পুণ্যশ্লোক দাশগুপ্ত

জুবিনের নিভৃতগৃহ -১

কবি চমৎকার বাতাস ভরে নিলেন পেনড্রাইভে
পকেট ভর্তি সমকাল ঘুমিয়ে মুখর আহা জিরাফের জীবন
কফিনের পেরেক নির্বিচার ইডিওলজির স্ববিরোধিতায় ঠকাঠক ঠকাঠক
আমি রচনাকাঠামোয় বুঁদ জুবিন তারুণ্যের উপন্যাসে নতুন জার্নাল
বাঙলা কবিতায় ওরিয়েন্টালএক্সপ্রেস আসলে খেজুরের রস
আমার ফ্রেমবদ্ধ পাখিটিকে স্বপ্নচারী করো
বিষাদ-খচিত মানুষের কাছাকাছি রাখো ও জুবিন দুয়ার খুলেছি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন