সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

বেলাল আহমেদ

সহগামি স্রোত ও জলের দূরত্ব

ছায়াফেলে সে দিয়ে গেলো বিরহবার্তা!

তুঁতগাছের নীরবতা এসে গ্রাস করে রাখে-
সমুদ্রপথ, কবাটের কর্নিশে বাঁধা প্রভেদের-ভেদ

মৌনতার যজ্ঞে এসে আছড়ে পড়ে তার কিছু
উদভ্রান্ত চুম্বনের দাগ
সমুদ্রপৃষ্টা পালটে দেখি পুদিনাপাতার মতো
আরো কিছু জখমের পথ;
সহগামি স্রোত ও জলের দূরত্বে
দুজনেই গাই বিরহবার্তা

বিষাদে পুড়ে যাওয়া বিসর্জনের গান...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন