সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

তহমিনা শবনম হক

তিস্তা ছুঁয়ে বালিয়াড়ি

তিস্তা ছুঁয়ে বালিয়াড়ি
হাওয়ার নেই লাজ শরম
পড়ল এসে লিচুবনে
উষ্ণ হতে
জোনাক পোকার কাছে।

ভাবছে শিশির পাতার বুকে
নামুক না শীত আরো
নাইবা এলো রৌদ্র তাপ
পারবে না এই হরিত প্রেমিক
আমায় নিতে শুষে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন