অনাগত হাহাকার থেকে গা বাঁচিয়ে নাটমন্ডল, সমাহিত চাঁদ, আড়ি পেতে থাকা পাতা'পুরাণের পথে গোরস্থান কেশর পেলব মাদকতা নিয়ে হতাশ জীবনে কার হয়ে গেয়ে ওঠে ঘুণ তাড়ানোর ব্যস্ততায় জোড়িঘর হারেমখানায় তোমাকে জড়িয়ে ধরার পুরনো অভ্যেস, জোনাকপোকা চালিত ঝিকিমিকি অন্ধকারের মিশেলে নাটকীয় মন'প্রকারে মুছে যাওয়া স্নেহ-বিজড়িত মায়েদের থানে গন্ধ মাখা শেফালি ফুল'রঙে তড়িত করে, জীবনেশ্বর সমীপে কারু পল্লবে সুজলা সুফলা বাংলাদেশের মাটি ........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন