সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

অয়ন আয়শ

আমি, নিঃসঙ্গতা এবং প্রেম

আমি তোমার চারপাশে নাচব
রঙিন কাগজের টোপর পরে
কালো গিটারে তাল বাজাব
দাড়িয়ে রক্তাক্ত লাশেদের উপর।

আমি ভুলে যাব আমার অস্তিত্ব
নিদারুন ক্ষিধায় বেড়ে উঠার গল্প
‍‍তোমার প্রেমে হব আমি আহত, বজ্রাহত
হৃদয় হারাবার যাতনায় যতই জ্বরুক রক্ত।

হৃদয় আজ প্রহেলিকাময় কুয়াশাই ঢাকা
বিরান প্রান্তর, শুধু খুঁজে ফেরে বাঁচার আশ্রয়
আমি তোমার চারপাশে নাচব, ভুলে আমার অস্থিত্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন