দেবলীনা ও অপূর্ব মাছ
মীনরাশি স্নানের শব্দে বাসন ভাঙে
বাটনাবাটা চুল মঙ্গলাদিঘির কবলিত আঁচলা জল
কলকলিয়ে অনাঘ্রাতা ড্রেসিং-আয়নায় ঢেউ স্বভাবে
দ্বিধাবিভক্তময় মাছধরা শাড়ি , তুমি-আমি জাল পাততেই
তোমার গোপন মৈনাকটিতে সেইমাত্র একটা জীবন্ত মাছ
টুপ করে খসে পড়তে দেখি । মাছটি খাবি খায়
মাছটি তুলে আনি আসীম পেয়েছি ভেবে
মুড়োয় মুখ দিয়ে হাওয়া দি তাতে , আরও বাতাস আরও ফুলকা আয়ু
বাতাস তাকে নিজের মতো ছেঁড়ে ;
ছিঁড়তে ছিঁড়তে কানামাছি , ল্যাজ ফোলাই বিড়ালির চোখে
ততই মাছ আমায় নিয়ে যায় প্লাবনের মুখে
প্লাবনের মুখে মৎস্য অবতার থাকেন , প্লাবনের মুখে যত সর্বনাশ
হে আল্লা , আপনাকে ঈশ্বরী বলে ভ্রম হয় ।
সেই ভ্রমে রোজ পয়সা জমাই ঘটে , স্বপ্নে লক্ষ্মীমন্ত
একটা মাছ , অপেক্ষা করে বাজারের থলি
ল্যাজ ফুলিয়ে চেটেপুটে খেয়ে ফেলি বাকি ভাতগুলো ।
অস্থির হয়ো না দেবলীনা, দেবঘটে জল দাও, ঘটে ভক্তিভৈক্ষ্য কনকচূড় -
ঘটে আস্ত একটা পুকুর পুষেছি সেই ভেবে -
রাখলেই দেখো , পয়সাগুলোয় কেমন অনাবিল আঁশটে গন্ধ থালায়
ভুরভুর কিছু আনন্দমাছ লাফিয়ে জড়িয়ে ধরে তোমায় অপরূপ
প্রতিদিন একটা মাছের চোখ ভাসতে দেখি ডালে
প্রতিদিন সান্তনা দিতে আসে একটা অপূর্ব মাছ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন