জটায়ু
প্রতিটি ভোরই মাথার ওপর দিয়ে উড়ে যায়
অলিখিত পতনের দিকে 
#
ছিন্নশির প্রাচীন জটায়ু
# 
লোকাল বাসের ছাদে দুর্বল তীর্থের কাক
দিন গোনে, ঘণ্টা গোনে, মিনিট সেকেন্ড পল অণুপল 
#
গুনতে গুনতে ভেঙে যায় বানানো গল্পের পাহাড়
#
ভোরের প্রথম গানে সেই কবে বেজে উঠেছিল হাওয়ার উৎসব
আজ কেবল জেগে থাকা শূন্য পথঘাট
#
ভয়ের রোদ্দুর মাখা দু-একটা তীব্র দুপুর 
 
 
 
 
daruun....... :) shuvechchha.
উত্তরমুছুনvalo lekha
উত্তরমুছুন