শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

বিদিশা সরকার


তুমি এলে



তুমি এলে মাটি কেঁপে ওঠে
হাওয়ার আবির
সামনে পেছনে মাঠ
মাঠ আর মাঠ
মাঠের ওপারে নামে সন্ধ্যা আর
সেঁজুতির বারণ, তরাস
দুলে ওঠে ঘর বাড়ি
চোখের পাতায়
তমিস্ত্রা ভাঙার দারুণ আহ্বান

তুমি এলে শহর সাজিয়ে রাখি
                      রাত্রি হীনযান

২।

তোমাকেই ছুঁয়ে বসে থাকি
নিষ্পন্দ শরীরে বরফের কুঁচি
আকাশ আবার এক অন্ধকার নিয়ে
দ্রাঘিমায় লাফ দিল আগুন বলয়ে
              কারা খুঁজেছিল নাভি, প্রিয়তমা নারী ?
আমি তবু অন্ধকারে শব্দের কাণ্ডারী !

1 টি মন্তব্য:

  1. " আকাশ আবার এক অন্ধকার নিয়ে
    দ্রাঘিমায় লাফ দিল আগুন বলয়ে
    কারা খুঁজেছিল নাভি, প্রিয়তমা নারী ?
    আমি তবু অন্ধকারে শব্দের কাণ্ডারী ! "

    আহা , অনবদ্য ।

    উত্তরমুছুন