স্বীকারোক্তি
স্বীকারোক্তি করছি,
কাঠের ফ্রেমে সব লজ্জা চিপকে ।
না! কোনো উত্তর চাই না
আশীর্বাদ-তো দূরের কথা
আর অভিশাপকে অনেক পেছনে ফেলে এসেছি ।
পড়ন্ত বিকেলে পাশের চুম্বন রাস্তাটি
বড় লোভনীয় হয়ে ওঠে ।
আমার স্বীকারোক্তি ঠিক কাউকে ইমপ্রেস না-ও করতে পারে ,
কিন্তু হতে পারে কারও নজর না লাগার কাজল ।
বড় বেশি সতীপনা দেখাব না
ষষ্ঠ সতী হওয়ার লোভ বড় বিষাক্ত ।
ভণিতা বন্ধ করলাম ।
‘বড় পিপাসিত আমি আমার নদী প্রয়োজন’
হতাশ হলেন নাকি
শব্দ যে সেলটেপে আটকে গেল ।
পিপাসার স্বীকারোক্তি কি চাহিদার দেওয়াল
টপকাতে ব্যর্থ হলো !
স্বীকারোক্তি করছি,
কাঠের ফ্রেমে সব লজ্জা চিপকে ।
না! কোনো উত্তর চাই না
আশীর্বাদ-তো দূরের কথা
আর অভিশাপকে অনেক পেছনে ফেলে এসেছি ।
পড়ন্ত বিকেলে পাশের চুম্বন রাস্তাটি
বড় লোভনীয় হয়ে ওঠে ।
আমার স্বীকারোক্তি ঠিক কাউকে ইমপ্রেস না-ও করতে পারে ,
কিন্তু হতে পারে কারও নজর না লাগার কাজল ।
বড় বেশি সতীপনা দেখাব না
ষষ্ঠ সতী হওয়ার লোভ বড় বিষাক্ত ।
ভণিতা বন্ধ করলাম ।
‘বড় পিপাসিত আমি আমার নদী প্রয়োজন’
হতাশ হলেন নাকি
শব্দ যে সেলটেপে আটকে গেল ।
পিপাসার স্বীকারোক্তি কি চাহিদার দেওয়াল
টপকাতে ব্যর্থ হলো !
খুব ভালো লিখেছিস রাক্ষসী ।
উত্তরমুছুনভালো লাগলো রে!
উত্তরমুছুনakopot kabita......valo laglo.
উত্তরমুছুনমনে পড়ে গেল- কপিল দেবের সেই বিজ্ঞাপন - পামঅলিভ দা জওযাব নেহি !
উত্তরমুছুনতাই বললাম- লেখাটি, পামঅলিভ