মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

উল্কা


-ভাবের কবিতা

ওড়নার বুকে বায়বীয় বুনিয়াদ
প্রস্থচ্ছেদে রাত জাগে বনসাই

অস্পৃশ্যের
লাবণ্যে লুকোচুরি
শ্যাওলা জমছে,দীঘির জলে কু-ডাক

লুকিয়ে
পড়ার আগেই ভাগাভাগি
যোগ বিয়োগের প্রয়োজন ধরি শূন্য

কাজ
রয়েছে,জ্যোৎস্না ঘরে বাঁধ দে...

চু
-কিৎ-কিৎ খেলা ছিল 

নাকি
সাত-পাক?


৩টি মন্তব্য:

  1. 'লুকিয়ে পড়ার আগেই ভাগাভাগি
    যোগ বিয়োগের প্রয়োজন ধরি শূন্য'

    -এই জায়গাটি তে ফাটলের শুরু ক্রমশ এগিয়েছে,'কাজ রয়েছে' তে গিয়ে সেটি কোলাপস্‌ করেছে

    কবিতার বাকি পংক্তিগুলি সহজাত ট্রিকি এবং মজাদার চন্মনে,তবে নাড়াচাড়া করে শুষ্কতা আরো বাড়ালে 'অ-ভাব' অভাবনীয়রূপ প্রখর হইবে বলে বোধ হইলো,'দীঘির জলে কু-ডাক' লাইনটি মাল্টিডাইমেনশনাল সরস্বতীর ন্যায় বিদ্যমান ...

    জয় রক

    উত্তরমুছুন
  2. "লুকিয়ে পড়ার আগেই ভাগাভাগি
    যোগ বিয়োগের প্রয়োজন ধরি শূন্য"....................
    লেখার মধ্যে সবসময় একটা ব্যঞ্জনা কবিতাকে শক্তিশালী করে । বলিষ্ঠ লেখা ।

    উত্তরমুছুন
  3. কবিতার আবডালে যে সমস্ত শব্দের আকুতি থাকে।তার ভাবনা গুলো চেনা আর শব্দটি অচেনা।এই কৌতুহল আর নিজস্ব ব্যাঞ্জনা সৃষ্টির ইমেজ অতিব সুন্দর।

    উত্তরমুছুন