খুন একটা আর্ট
কাউকে মেরে ফেলা অত সোজা না-
ইনফ্যাক্ট কোনো শিল্পের মজা সেখানেই
যখন সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায়
স্বাদের ইপ্সা ঝোলে অতৃপ্ত রসনায়
ধরো তোমাকে সোজা মৃত্যু দিলাম না
একটু ভেঙ্গেচুরে দেখালাম
ডানহাতের জায়গায় বা পা টা
জুড়লাম-দুই আঁচড়ানো খোবলানো স্তনে
দু-দু’টো কান । হিম-শীতল রোমকূপ এফোঁড়- ওফোঁড়
পায়ু দিয়ে ঢুকে বেরিয়ে এলাম গলায় -
ছিঁড়ে ফেললাম যত স্নায়বিক সংযোগ
ইচ্ছেমতন হরমোন দিলাম ঢেলে
জ্যান্ত হার্ট তুলে নিলাম বুকের গভীরতা ভেঙ্গে
আর নাভি উপড়ে চেটালাম কপালে
দুগালে অজস্র চুম্বন-ছোঁয়াচে রোগ আর নিঃশব্দ ক্ষত
ঠিক যেন সাবলীল অ্যাবস্ট্রাক্ট
যেভাবে ভালোবাসা আসে
কি ভীষণ যন্ত্রণা -
তবু ভালোবাসি,কারণ
খুন একটা আর্ট -
খুব কাছাকাছি মৃত্যু ও আমি
বিরামহীন কোলাজ কোলাজ
ঠিক যেন সাবলীল অ্যাবস্ট্রাক্ট
উত্তরমুছুনযেভাবে ভালোবাসা আসে
কি ভীষণ যন্ত্রণা -
তবু ভালোবাসি,কারণ
খুন একটা আর্ট -
খুব কাছাকাছি মৃত্যু ও আমি
বিরামহীন কোলাজ কোলাজ
অত্যন্ত চমৎকার এ লেখা রিষি। যে ভাবে অ্যাবস্ট্র্যাক্ট ফুটিয়েছিস, মানতে হবে চরম কিছু পেলাম।
অ্যাবস্ট্রাক্সন কে এক ধরনের ভিসের্যাল সেন্সিটিভিটি'র পর্যায়ে নিয়ে গেছে এই লেখা -এবং একটা খুব সহজ পদ্ধতি ফলো করে - to understand one must explore & the best method is to explore through visual models. - বেশ ভালো
উত্তরমুছুনএকটা চিত্র প্রদর্শনীর অনেক ছবির মধ্যে একটা ছবি।যে ছবিটা হরমোনের গতিপথ বদলে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে হার্ট বিট।ভ্যাকুম ক্লিনারের মত হু হু করে শুষে নিতে পারে এর ভিতরে পড়ে থাকবে খোলস।না ব্ল্যাক হোল নয়...অনেক রঙের আঁচড় আছে এতে, আছে অনেক মিডিয়ামের কোলাজ প্যাস্টেল পেন্সিল অয়েল ওয়াটার অ্যাক্রেলিকের অবিরাম ঘূর্ণি।প্রতিটা তন্ত্র যন্ত্র চীৎকার করে ছবির মধ্যে থেকে।ছবিটার নাম খুন...
উত্তরমুছুনআহা... একদম সরস ছে!