মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

সুবীর সরকার


মেইলবক্স


১.
আর অসুখ না থাকলে গান
গোড়ালির ব্যথায় হাঁটতে পারি
                  না
উরুতে ঘা নিয়ে শুয়ে থাকা
শালিক হারাচ্ছে শোলকচুর ভুঁই
প্রচুর ঘাস হবে নদীখাতে
হলুদবর্ণ দিনকাল
মরচেধরা রেললাইন

২.
প্রায় শেষ হচ্ছে শীতকাল
জলে মিশে যায় বাসি
                  রুটি
কুয়াশা নেই,চালতাছায়ায়
হেডলাইটের আলোয়
                  পিচ পথ
ফুরিয়ে আসা শীতে হোঁচট খায়
কাঁকড়া, কাছিম ও বনবিড়াল

৩.
এলোখোঁপায় চিরুণী। চিরকালীন বর্ষাজল
স্বরের ওঠানামা,মেঘশিকারের দিন
বারান্দা নির্জন মানে ঠেঁটে কামড়
টানা হাসির লহর,টুপি নেমে আসছে
                  কপালে
#
পায়ে পায়ে ধানকলএক মাইল জঙ্গল



৫টি মন্তব্য: