কবিতা
১.
আজ সকালে আকাশ ঢেকে ছিল মেঘে । ইলশেগুঁড়ি বৃষ্টিতে ছাদে দাঁড়িয়ে দেখলাম
আমার শৈশবের আনন্দ একটা খোঁড়া শালিকের সঙ্গে খেলা করছে।
এলোমেলো হাওয়া খুশিতে লুটোপুটি খাচ্ছে ।
নিশ্চল হয়ে দেখলাম আমার খুশি হারিয়ে যাচ্ছে চিরকালের মতো ।
আমার শৈশবের আনন্দ একটা খোঁড়া শালিকের সঙ্গে খেলা করছে।
এলোমেলো হাওয়া খুশিতে লুটোপুটি খাচ্ছে ।
নিশ্চল হয়ে দেখলাম আমার খুশি হারিয়ে যাচ্ছে চিরকালের মতো ।
২.
গাব গাছে পা ঝুলিয়ে বসেছিল একটা বোকা প্রেত
গাছের তলায় চলছিলো প্রেমালাপ ।
পলতা পাতার বড়া আর কণ্ডোম একাকার হয়ে যাচ্ছিল দেখে প্রেতের জন্মান্তর হল !
#
জাতিস্মর প্রেত এখন কবিতা লেখে ।
গাছের তলায় চলছিলো প্রেমালাপ ।
পলতা পাতার বড়া আর কণ্ডোম একাকার হয়ে যাচ্ছিল দেখে প্রেতের জন্মান্তর হল !
#
জাতিস্মর প্রেত এখন কবিতা লেখে ।
দারুন ভাবনা বন্ধু মিলন
উত্তরমুছুনউনফ্ হুহম্ 'জাতিস্মর প্রেত এখন কবিতা লেখে ।' এই লাইনটা আবার কেনো দিলি ? ছেড়ে দিতে পারলি না ? ধুর,কনডেন্সড হোলো না
উত্তরমুছুন"গাব গাছে পা ঝুলিয়ে বসেছিল একটা বোকা প্রেত
উত্তরমুছুনগাছের তলায় চলছিলো প্রেমালাপ ।
পলতা পাতার বড়া আর কণ্ডোম একাকার হয়ে যাচ্ছিল দেখে প্রেতের জন্মান্তর হল !"
দ্রুত দ্রুত নতুন ভাবনার জন্মান্তর! অমোঘ কথা লিখেছিস ভাই মিলন।
জবরদস্ত
কবিতা শব্দটা আসলে প্রেতযোনি প্রাপ্ত হয়েছে । তাই :P
উত্তরমুছুনবলার অপেক্ষা রাখে না যে অসাধারণ লিখেছিস...
উত্তরমুছুনভালো লাগল রে! কেমন মোহিত হয়ে পড়লাম। হারিয়ে গেলাম...
উত্তরমুছুন"পলতা পাতার বড়া আর কণ্ডোম একাকার হয়ে যাচ্ছিল দেখে প্রেতের জন্মান্তর হল !"
উত্তরমুছুনএটা শেষ লাইন হোলে খাসা হত।যাই হোক ভাল লাগল প্রেতের কবিতা।
'দিল হুম হুম করে'
উত্তরমুছুনmilon darun darun
উত্তরমুছুন