নেগেটিভ মুহূর্তের কবিতা - আট
আমি কারও গোপন টেক্কা নই, তুলি
কোনো পদচ্ছাপ নই সফল গৃহের দিকে
ধাক্কা নিতে নিতে প্রয়োজন মতো বেঁকে যাচ্ছি
একটা নিস্পৃহ বাঁক
আর একটা প্রতিস্পর্ধী বাঁকের নাভি থেকে
ছিঁড়ে যেতে যেতে যে টানটান শূন্যকে
অনাড়ম্বর ধরে রেখেছিল -
সেরকম তীর্থের দিকে সামান্য বেঁকে যাচ্ছি ।
কিন্তু সেটা তোমার সমস্যা নয়-আমিও জানি ।
একটা ফাঁকা আওয়াজ কখনও সমস্যা হতে পারে না তুলি ।
একটা ফ্রয়েডীয় উদ্ধার
একটা মার্কসীয় নাক মুখ
একটা সর্বংস্বহা রিয়ালিটি
একটা চমকপ্রদ মৈথুন -
কোনো নীহারিকায়, কোনো সংহিতায়
পাঠ্য সমস্ত মানবিক গুন ও তার
তিনগুণ অন্ধকারের ভেতর
শেয়ালের চোখ
খরগোশের গন্ধ
আর হইচই
আর পালাবার মতো একটিই মাত্র পথ
একটাই সুযোগ, গর্ত ও একটাই ।
আমি কোনো গর্তের ভেতরেই সুরক্ষিত নেই তুলি ।
uffffffffff marattok bapi, amar sobcheye bhalo laga kobita
উত্তরমুছুন"আমি কোনো গর্তের ভেতরেই সুরক্ষিত নেই তুলি । "
উত্তরমুছুনপরবর্তীকালের সেরা লিখিয়েদের মধ্যে একজন ।