আমাদের স্বচ্ছ গুহাচিত্র - চারটি কবিতা
৩।
জলস্তর
আমরা তাও খুঁজে নেব
বারো প্রকার মাছের আঁশ
#
চোখের ব্লু-শিফট ফুরিয়ে আসার আগেই
সাদা ফসফরাসের দাগ
দেবকীর নবম গর্ভ
৪।
চুনাপাথরের দাগ দেখে
বিভক্ত প্লাসেন্টায় রঙ চিনে নিল
ভ্রূণ ও পরাঙ্মুখ পুতুল
#
প্লাস্টটিকটিও বাড়ল অনেক
বৃষরাশির অনর্গল নক্ষত্র থেকে
আগ্নেয়শিলায় পা ফেলে কেউ চলে এল গুহামুখে
৫।
অবলুপ্ত ইকথিওসরের মতো পিছলে এল মহাকাল
বৃত্তজ অবিশ্বাস থেকে অবুঝ পাথর
কামড় থেকে দক্ষিণ শ্বাদন্ত
#
আর আমাদের আধসেদ্ধ ছায়াগুলো থই থই
হয় স্ফটিক দেয়াল
নয়তো বোবা চামচ
৬।
বোবা কামড়ে পেডেস্ট্রাল থেকে ভাস্কর্যের লাফ
ঘষাকাঁচের জলবিন্দুগুলি কাঁপছে
রেড ইন্ডিয়ানদের পোড়ামাটির বাঁশিতে-
#
অ্যাকোয়ালিনি হাই-
প্রলয়ের বেহিসেব-
গুহার ভেতরে ও বাইরে ফুলে উঠছে উপশিরাগুলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন