বালিহাঁস
প্রবাসী হাওয়ায় যে ভাবে মেতেছো মেঘ,
থেকো আপ্লুত প্রখরতা ছুঁয়ে গেলে জল
বিপরীত বাতাসের ডাকে দিও সাড়া
নির্ভুল বৃষ্টি নেমে এসো।
প্রসন্ন যে গানে ছুঁয়েছি ভোরবেলা,
কষ্টের দিনগুলি দিয়েছে নির্বাণ
পাতায় পাতায় বিরহ সুরে সুনন্দবেলা
কৌটো ভরে তুলে রাখা ছায়া ঘ্রাণ
নদীর কল্লোলে তুমিও থেকো।
আমাদের চারপাশে অজস্র উত্তাপে পুড়ে যাওয়া
মুগ্ধতা আমাদের, দু‘চোখের কান্নায়
ওড়াবো বৃষ্টিতে—এসো।
এই বৈশাখে ইচ্ছেরা জেগেছে আলোয়
আসতেই হবে সর্বনাশ, সমর্পিত ক্ষত
মন খারাপের দিনে চোখে চোখে আগুন জ্বেলেছি যত
বালিহাঁস তুই বৃষ্টি নিয়ে আয়
প্রবাসী হাওয়ায় যে ভাবে মেতেছো মেঘ,
থেকো আপ্লুত প্রখরতা ছুঁয়ে গেলে জল
বিপরীত বাতাসের ডাকে দিও সাড়া
নির্ভুল বৃষ্টি নেমে এসো।
প্রসন্ন যে গানে ছুঁয়েছি ভোরবেলা,
কষ্টের দিনগুলি দিয়েছে নির্বাণ
পাতায় পাতায় বিরহ সুরে সুনন্দবেলা
কৌটো ভরে তুলে রাখা ছায়া ঘ্রাণ
নদীর কল্লোলে তুমিও থেকো।
আমাদের চারপাশে অজস্র উত্তাপে পুড়ে যাওয়া
মুগ্ধতা আমাদের, দু‘চোখের কান্নায়
ওড়াবো বৃষ্টিতে—এসো।
এই বৈশাখে ইচ্ছেরা জেগেছে আলোয়
আসতেই হবে সর্বনাশ, সমর্পিত ক্ষত
মন খারাপের দিনে চোখে চোখে আগুন জ্বেলেছি যত
বালিহাঁস তুই বৃষ্টি নিয়ে আয়
অপূর্ব লেখা বন্ধু অলক
উত্তরমুছুন