শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

সাঁঝবাতি


সন্ধ্যাফেরি

সইচাঁদ উঠেছে দেখে ল্যাম্পপোস্টে
ঘুড়ির মন খারাপ
মেঘস্তন দুলুনিতে বৃষ্টি জেগে ওঠে
না লেখা আমাদের যৌবন সনেট
চুরি হয়ে গেল সমস্ত বেকার কবিতাপাঠ  
ডেন্ড্রাইট শিশু, সাদালো চ্যাপেল
মৃত্যুর মতো ঝাঁক ঝাঁক বেঁধে শুয়ে থাকে ফুটপাথ
মাঝে মধ্যে মৃদুমন্দ গঙ্গার বাতাস
কিছু কবিতার পংক্তি লেখা হয়


আমার ব্যারাকপুর এভাবেই সন্ধ্যে হলে বের হয় পাড়া বেড়াতে

৩টি মন্তব্য:

  1. ভালো লাগলো!
    "না লেখা আমাদের যৌবন সনেট
    চুরি হয়ে গেল সমস্ত বেকার কবিতাপাঠ
    ডেন্ড্রাইট শিশু, সাদালো চ্যাপেল"__অংশটিতে আমার কেমন যেন একটু অসঙ্গতি লাগলো। আসলে আমি ভাবগত মিল পাচ্ছি না যেন!

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. মিল পেতে হলে আপনাকে ব্যারাকপুর ঘুরতে হবে...

    উত্তরমুছুন