ঢেউবোধ
ল্যান্ডস্কেপ আলোয় চাঁদ 
স্বপ্ন টাঙানোর ইতিহাস আঁকছে মন
                        চুপ ও কথার মধ্যবর্তী স্থিরবস্থা 
ছায়া টপকানো নিরামিষ বিশ্রামে
নিঝুম মাখানো মেহফিল... 
ঘরের মধ্যে পায়চারি করে মেহেদী হাসান 
রাতের নিরিবিলিতে চুমুর কম্পোজিশন এঁকে দিও 
মিলনদা :)
উত্তরমুছুন"ঘরের মধ্যে পায়চারি করে মেহেদী হাসান
উত্তরমুছুনরাতের নিরিবিলিতে চুমুর কম্পোজিশন এঁকে দিও"
কবিতাটির একটা মোহ আছে, আছে এক অন্য আবেদনও।
- ব্যাপক!
bani da dhonyobad :)
মুছুনরাতের নিরিবিলিতে চুমুর কম্পোজিশন এঁকে dilam.... ummmm
উত্তরমুছুনnila nilam brother
মুছুন