শূন্যতা
আকাশ বীণা বাজেনি এখনও
মেঘ দল নামেনি কোনো
জোছনা তবু চাঁদ হারাল
পূর্নিমা কোথায় হারিয়ে গেল
হারিয়ে গেল সূর্যের আলো
তবুও ছায়া হলো এলোমেলো।
স্বপ্ন শুধু মেঘ ছুঁই
ছুঁই জোছনা ভরা চাঁদ
রোদ ছুঁই মেঘ ছুঁই
ছুঁই বীণায় আকাশ আলো
নদী ছাড়া সাগর ফাঁকা
নোনা জল কোথায় হারাল।
মেঠো পথ ঘাস ছাড়া
ক্যাকটাস ফোটেনি এখনও
রাত নামেনি তারায় কখনও
মায়াবী স্বপ্ন মরীচিকা যেন
সাত রং সাত সুর
শূন্যতায় এসে সব হারাল।
'রাত নামেনি তারায় কখনও' --- line ta khub valo laglo.
উত্তরমুছুনএমনিও ভালো হয়েছে।
উত্তরমুছুন:)
মুছুনভালো লাগলো।
উত্তরমুছুনআপনাদের উৎসাহ আমাদের কাছে আশীর্বাদ :) ধন্যবাদ
মুছুনঅনেক ধন্যবাদ পৃথা জী :)
উত্তরমুছুন