সে চিন্তায় মস্তিষ্ক বিব্রত হয়না।
#
এ বিশ্ব মায়া।
আমি-তুমি মায়া।
ঈশ্বর ধ্রুবক / শয়তানসৃষ্ট মায়া।
গবেষণা চলছে।
#
আমি যাঁর উপাসনা করি,
তিনি পিপীলিকাবাহিনী।
যাকে ভালোবাসি,
সে জলচর।
যাকে ঘৃণা করতে জন্মেছি,
সে আমার মধ্যে বেঁচে থাকে।
#
বড়বাজারের গলি থেকে কুঞ্চিতত্বক, কমলাবর্ণ
এক অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে।
ঘাড়ে, পিঠে, মাথায়
একজীবন বোঝা নিয়ে হাঁসফাস
ঘামঝরা ভ্রুর ফাঁক দিয়ে কাতরচোখে তাকায়।
#
আর দুশো উনিশে চড়ে
নীলবর্ণ শৃগালদের একটি প্রজন্ম পৌঁছে যায়
আকাঙ্ক্ষিত স্টেশনে।
"এ বিশ্ব মায়া।
উত্তরমুছুনআমি-তুমি মায়া।
ঈশ্বর ধ্রুবক / শয়তানসৃষ্ট মায়া।
গবেষণা চলছে।"
জিও ।
আমি যাঁর উপাসনা করি,
উত্তরমুছুনতিনি পিপীলিকাবাহিনী।
যাকে ভালোবাসি,
সে জলচর।
যাকে ঘৃণা করতে জন্মেছি,
সে আমার মধ্যে বেঁচে থাকে।
কি ভিষণ সত্যি কথা।আহা অত্যন্ত কাব্যিক আর সুন্দর লাগল।
কবিতা তত্ত্ব-ভাব-নন্দন এসব আলোচনায় যাবো না,ফ্যাণ্টাসি ও ফিকশন মিশিয়ে অপরূপ একটি খসড়া এবং নতুনত্বে টগবগ
উত্তরমুছুনকম্প্যাক্ট করা যায়,নাইস ফ্লেভার পৃথা
khubi bhalo legechhe,
উত্তরমুছুন