যদি ভালোবাসো
যদি ভালোবাস, কথা দিলাম
আরেকটি সাত মার্চ হবে, মহাউৎসবে।
জন্মভূমি মরু হয়ে উঠার আগেই
কাব্যিক কন্ঠে পাঠ হবে বাংলার মহাকাব্য।
যদি ভালোবাস, কথা দিলাম
আরেকটি অভ্যুত্থান হবে, স্বজ্ঞানে।
প্রভাতের আলো আসার আগেই
স্বৈরাচারীর পতনের দাবীতে মিছিল হবে।
যদি ভালোবাস, কথা দিলাম
আরেকটি লংমার্চ হবে, টেকনাফ থেকে তেঁতুলিয়।
তুমুল আক্রোশে ফেঁপে ওঠবে জনতা
একটি স্বাধীন ভূখণ্ডের দাবীতে।
উত্তরমুছুন"যদি ভালোবাস, কথা দিলাম
আরেকটি লংমার্চ হবে, টেকনাফ থেকে তেঁতুলিয়।
তুমুল আক্রোশে ফেঁপে ওঠবে জনতা
একটি স্বাধীন ভূখণ্ডের দাবীতে।"
__ভালো লাগলো! দারুণ! দারুণ!