সোমবার, ১ অক্টোবর, ২০১২

রাজীব চৌধুরী

পিপাসার অন্য রূপক

খোলা আকাশের বুকে এক ঝাঁক পাখালিয়া প্রেম

উড়ে এসে জুড়ে বসা মেঘের মতো ঘষে যায় নাকের উপরনাক
নাকের বিন্দু ঘামের তীব্রতা এঁকে দেখা যায় না-
শুধু থাকে অনুভবে- অনুভাবে
খোলা চুল- চিবুক ও কামুক চোখের পিষ্টনেরউল্লাস
বেঁধে রাখা যায় না তখন- শুধুই তীব্র থেকেতীব্রতর হয়
মেঘ বালিকার ঘাড়- গ্রীবা- কামুক চোখ- এবং শিরাউপশিরা

ঠোঁটের উপর ঠোঁট রাখলেই কি চেখে নেয়া যায়প্রেম পিয়াসা?
উত্তর নেই মহাকালের কাছে- জানি থাকবেনাত্থুত্থুরে বুড়োর কাছে ও
শুধু খোলা চুল ও চিবুক এর মাঝে নেই কোনো তীব্রবস্ত্র খণ্ড
কবিতার বস্ত্রালোচনা
এবং শব্দের অভিক্ষেপ- অশ্লীল চেতনা।

ইদানিং রিক্সাওয়ালাও চিবুক খোঁজে
বউ কিংবা অন্য নারীর
কবিরা ও কি খোঁজে?
উত্তর নেই মহাকালের কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন