সোমবার, ১ অক্টোবর, ২০১২

সরিফা সালোয়া ডিনা

সরব


ঝলমলে রোদ্দুর থাকার কথা ছিল–

আলিপুরদুয়ারে খুলে গেল ডুয়ার্সের চড়াই
বাঁধভাঙা অনর্গল আড্ডা শীতঅহিম জুড়ে।

বয়স কমানো দমকা হাওয়ায় ওড়ে চুল

উড়ে যায় অতীত পাতার সূক্ষ্ম কারুকাজ
আয়ুরেখার সূত্র ধরে উড়ে চলে বৃষ্টি অনুরাগ।

তোমার জলে তখন অভিমান

ঢেউ ডিঙিয়ে ডিঙি নৌকায় ভাঙা পাড়ের অনুভব
ডুয়ার্সের ঘন পল্লব আঁধার
বৃক্ষ নীরবতা ভেঙে হয়ে ওঠে সরব। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন