ময়ূরাক্ষী
আবার হারিয়ে যাও
ফিরে এসো না মানুষের ভিড়ে।
পরে থাকুক তোমার ল্যাপটপ
জানালার পাশে বৃষ্টিতে।
নিবারিত হোক পুড়ে যাওয়া সিগারেট
ফিরে এসো না লেলিন, ম্যাক্সের নীতিতে।
এখানে যুদ্ধ নেই
এখানে আছে ব্যস্ততা।
ফিকে হয়ে যাওয়া দালানের নেমপ্লেট,
তোমার রেখে যাওয়া নেশাগ্রস্ত সূর্য, ভালবাসাহীন বেশ্যাঘর,
ধাবমান অক্সিজেন, মাটির কবরে সারি সারি বৃক্ষ।
প্রিয়তমার বিস্বাদ স্তনে পোড় খাওয়া পিকাসো
শহরের বেড়ে ওঠা শৈবাল।
টাকার অঙ্ক ভুলে যাই দোকানির দল,
তোমার ঝুলে থাকা দাড়িতে রাতের শিশির,
কপাল ছুঁয়ে অগণিত চুলে ময়লা জমে,
দামী জুতোর কালো দড়ি, বন্ধ ঘড়ি ...
তোমার শহরের বাহিরে একটা নদী, ঘুমিয়ে পর শান্ত নদীর জল ঘেঁষে।
কেউ আসবে না, কারনতুমি ফিরবে না এই ময়ূরাক্ষীর ছায়া থেকে।
আবার হারিয়ে যাও
ফিরে এসো না মানুষের ভিড়ে।
পরে থাকুক তোমার ল্যাপটপ
জানালার পাশে বৃষ্টিতে।
নিবারিত হোক পুড়ে যাওয়া সিগারেট
ফিরে এসো না লেলিন, ম্যাক্সের নীতিতে।
এখানে যুদ্ধ নেই
এখানে আছে ব্যস্ততা।
ফিকে হয়ে যাওয়া দালানের নেমপ্লেট,
তোমার রেখে যাওয়া নেশাগ্রস্ত সূর্য, ভালবাসাহীন বেশ্যাঘর,
ধাবমান অক্সিজেন, মাটির কবরে সারি সারি বৃক্ষ।
প্রিয়তমার বিস্বাদ স্তনে পোড় খাওয়া পিকাসো
শহরের বেড়ে ওঠা শৈবাল।
টাকার অঙ্ক ভুলে যাই দোকানির দল,
তোমার ঝুলে থাকা দাড়িতে রাতের শিশির,
কপাল ছুঁয়ে অগণিত চুলে ময়লা জমে,
দামী জুতোর কালো দড়ি, বন্ধ ঘড়ি ...
তোমার শহরের বাহিরে একটা নদী, ঘুমিয়ে পর শান্ত নদীর জল ঘেঁষে।
কেউ আসবে না, কারনতুমি ফিরবে না এই ময়ূরাক্ষীর ছায়া থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন