সোমবার, ১ অক্টোবর, ২০১২

ঋষি সৌরক




দীর্ঘ কবিতা 
 
কবি পরিচিতি : ঋষি সৌরক
ঋষি সৌরক -সম্পূর্ণ ভেজেটেরিয়ান -বানানে সুনিপুণ সাহিত্যপ্রেমী এবং সুস্থ মস্তিষ্কের পুরুষতান্ত্রিক কবি,নিয়মিত কবিতা লেখেন (দিনে মিনিমাম ৬টা করে) - খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যেতে চান !
প্রচুর টাকা কামাতে পছন্দ করেন এবং দামী দামী রঙ বেরঙ্গের ওষুধ খাওয়ার হ্যাবিট আছে ...


ফেলিওর একটি প্যাশন ! প্রিয় কবি ওয়ান অ্যাণ্ড অনলি রবীন্দ্রনাথ,তাকে উতসর্গ করেই কবি জীবনের সুসমাপ্তি কবিতা 'রবীন্দ্রনাথ কে চিনুন' অপ্রকাশিত সো ফার। 'সুইসাইড' এবং 'ভুত' শব্দদিকে বিপুল ভয় পান ।

একমাত্র ভালোবাসা : স্ট্যাটিস্টিক্স-বেস গিটার-মা ও উল্কা (যাদের জন্য এই মরে যাওয়া পল্ দো পল্)


রঙ
ঋষি সৌরক


#
দরজার ছোটো ফাঁক দিয়ে বদলানো
দেখি হাজার আলোর ঘেরাটোপে ভাঙ্গা
আদল খা্বার তর বাতাসে উংলিচারী ঢেকুর
নতুন চির পুরোনো চির নতুন

চি রো

#
ঘুমানোর সময় বিছনায় রঙ লেগে যায়
এই যে তামাম মাল্টি মুখী আলোলিতো
রসায়ন - কসমোপলিটান ত্বকে র পিক্সেলে

ওরা চতুর ওরা ধোকাবাজ
মাইক্রো ছিদ্রান্বেষী

আদল ভাঙ্গা আলো
রক্তকে নিজের দলে
টেনে নিচ্ছে
ঠেলে দিচ্ছে

শারীরিক গর্তের দিকে

#
আলো নিবে গেলে

আলো নিবে গেলে কামার্ত চিকার গুলো কামার্ত হাহাকার
ভিড় গুলো মহাজিরো জিরো পাওয়ার ঢেউ ধোয়া
ক্রমাগত ক্রমাগত হুড়মুড়িয়ে দক্ষিণ থেকে উত্তরমুখী বাতাসে
অভিনয়ের সাতকাহন ট্রিপে কন্ট্রাস্ট ঝরে পড়ছে

রি ই ন্‌রিন্‌ রি ই ন্‌রিন্‌

অভাগী নলের সেক্সুয়াল আর্জ
সাদা-কালোয় প্রো কো ট্‌

ভিরানা  

#
ফ্রেম উল্টে গেলো

গ্র্যাভিটি উল্টে গেলো

ফ্রেমে কেউ নেই

(থাকলে শব্দ হোতো)

#
এবার একটা সকাল
নী্লমতো সকাল নীলমতো রোদ
পেঁজা তুলো মেঘ
ফুলেল
মিষ্টি
.
নিরাপদ -
হবে নাই বা কেনো

সকাল তো

#
এবার একটা রাত ...

ত্থাক্‌ !

#
আগ্রহ বাড়লো,
টুকরো টুকরো ট্রিক্‌স্‌
টুকরো টুকরো অভিঘাত

রাত
আরো রাত নামছে

হাওয়া দিলো মাত্র

#
সেই হাওয়া থেকে
বিশুদ্ধতা কমে গেলো !

কার্বোনিল
উত্তপ্ত
হাওয়া

মানে কেউ আছে
এখানে
নিশ্চিত কেউ ...


#
একটা তারা

#
ভিজছে ।

#
হাল্কা লাগছে

সুস্থতার লক্ষণ ...

ভয় করছে না,
কেউ তো নেই

ভ্রম ভ্রম 

#
একা লাগছে

#
নরপিশাচের মত ক্ষিদে পাচ্ছে
মৃত ঘোড়ার এক্কাগাড়ি
শববাহী চিঁহি

রঙ্গিন বাতাস
ঘোরালো ভোর্টেক্স
চাটছে
লেবিয়া মেজোরা

সম্পূর্ণ মাংসাশী স্বপ্নের
সমোচ্চশীল ধাপ আবল্লি
ভাসিয়ে দিচ্ছে উন্মাদ পাপের মিথ

আলোর সুনামি আলোর সুনামি
শেষ নিশ্বাস
চিটে গিয়েছে ওয়েবি রং এর মাকড়সায়

#
একটা বি শ শ ঋ গন্ধো

আলোর গন্ধ

আলোর বিশ্রী গন্ধ

আলো গা
গোলালো

#
একটা তারা

তারা

ভিজছে ...

#
মনে আছে ?

ফ্রেম ওলটানো ছিলো

আবার ওলটালে

এবার একটা কিছু ফুটে উঠছে
বাতাসের শিরায়
গাঢ

বে এ এ শ গাঢ

একটা শিরা

একটাই শিরা

কেটে ফেলা শিরা

রকমারি আলো মিছরির মতো

সাদাকালো শিরা সাদাকালো বিদ্ধ

#

শেষ মিণিটের আল্গাছায়া ঢুলুঢুলু ঢলে এসেছে ফ্রেমে -

ঠক্‌ !

আন্ধেরা লা-জবাব

1 টি মন্তব্য: