শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

দোলনচাঁপা চক্রবর্তী


দৃষ্টিবিভ্রম – ১৯ 

ভাবো দেখার সাথে আপোষ করছ
আর, রা থেকে বাংলো খুলে ছড়িয়ে পড়ছে
মরসুমী ফুল বারান্দায়
ওদের কারো নাম নেই
আমরা আমাদের নামগুলি ওদের দিয়ে দিলাম
এখন আমাদের হাত ছাড়া কিছু নেই
আর চোখ
পা
নখ
বাসী জলে মিইয়ে গিয়েছে নখগুলো
টানটান করে শুকোতে দিলাম পায়ের পাতায়
এভাবে প্রায় সবকিছুই ব্যবহার হয়ে গেল
ফলত মাথাব্যথাও শুকিয়ে যাচ্ছে রোদে

 

1 টি মন্তব্য:

  1. ' আমরা আমাদের নামগুলি ওদের দিয়ে দিলাম
    এখন আমাদের হাত ছাড়া কিছু নেই
    আর চোখ
    পা
    নখ
    বাসী জলে মিইয়ে গিয়েছে নখগুলো
    টানটান করে শুকোতে দিলাম পায়ের পাতায়
    এভাবে প্রায় সবকিছুই ব্যবহার হয়ে গেল
    ফলত মাথাব্যথাও শুকিয়ে যাচ্ছে রোদে'...... valo laglo.

    উত্তরমুছুন