শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

আব্দুল্লাহ্ জামিল


ইচ্ছের দোকান

ইচ্ছের একটি দোকান আছে আমার
নানা রঙের নানা ঢঙ্গের ইচ্ছেগুলো
পসরা বানিয়ে সাজিয়ে রেখেছি তাকের ওপরে

তোমায় নিয়ে কত রকম ইচ্ছের জাল যে আমি
বুনেছিলাম সেদিন মনে
উপেক্ষিত ইচ্ছেগুলো এখনও আমার ইচ্ছের দোকানে
সাজিয়ে রেখেছি যত্ন করে

ইচ্ছে কিনতে অনেকে আসে
বিদেশ থেকে অর্ডার পাই
প্রেমিক-প্রেমিকা এসে ইচ্ছেগুলো ঘুরে ঘুরে দেখে যায়
একদিন যুগল প্রেমিক-প্রেমিকা এসে কিনতে
চাইল পুরনো ইচ্ছেগুলো
বললাম, “ওগুলো বিক্রির জন্য নয়

উপেক্ষিত সেই ইচ্ছেগুলো যে আমার ভালোবাসা
তুমি আসবে সে আশায় যতন করে
আজো সাজিয়ে রেখেছি, গৌরী!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন