মচকে যাওয়া সময়
মচকে যাওয়া সময়টা এখন খুড়িয়ে হাঁটছে।
লাল মাটির বনে বনে শাল-পিয়ালের জবানবন্দী নাও
খুঁড়িয়ে হাঁটার ইতিবৃত্ত হয়তো জানা যাবে,
তবু লাল ঠুঁটো সবুজ পাখিরা
বনের ইজারা নিয়েছে, আজ
স্বপ্নের মলাট খোলা তোতাকাহিনীর বুকে ধরেছে পচন;
স্বপ্নের বেলা ভুমিতে দৌড়ানোর শেষ নেই জেনেও
আমি বলেছি, হাঁটব না।
আমি হাঁটব না
সময়ের সল্তে যখন শুকিয়ে আসবে
নিভে যাবে সব শিখা,
আমি তোমার সামনে বুক চিতিয়ে দাঁড়াব
শহিদ হতে ।
তাই মচকে যাওয়া সময়ের বুকে কান পেতে আছি
ইতিহাসের আদিম পাতা থেকে
বেড়ে ওঠার মন্ত্রণা নিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন