শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

জুঁই সরকার







জুঁই সরকার শূন্য দশকের কবি ও সাংবাদিক। হুগলি জেলার কবি জুঁই কবিতা  লিখছে ২০০৬ সাল থেকে। শুধু কবিতা নয়, আবৃতিতেও জুঁই স্বনামে খ্যাত। 

দীর্ঘ কবিতা

জুঁই সরকার
খণ্ডপুরাণ

‘ভূমিকম্প’
ভূত-শুকরের শেষ দুঃখের দিন।
বাচ্চা বেড়ালের ছোট্টবেলার নাটক,
আমাকে ঘুমোতে দেয় না –
‘শান্তিতে’
শান্তি নিকেতন। বলছি না,
ঘুমের ভেতর কারখানা। হাজার –
কতক শ্রমিক। মেশিনে তেল ঢালে।
‘পরিশ্রম’
উল বুনতে থাকে হাড়ে খাঁচায়।
সোয়েটার পুরে নিয়েছি,
মাসিপিসির কষা দুপুর।
আর
পস্টার-রং-তুলি।
‘ছুটি’
একটা নীল বাস ধরতে।
নোংরা কন্ডাকটর চোখের তীরে বিঁধে থাকে।
সিটের পেছনে এঁটে দিই সাংকেতিক
‘পোস্টার’
সেটা কোনো মশার ছবি।
কালো-অথবা শুঁয়োপোকা।
‘গুটির’
জালে নিজেরই স্ব-ইচ্ছায় ঢুকে
যায় সে। শ্রেণীচক্র, খোলা গলার
হাসির শব্দ। মেশিন থামিয়ে
দিলো শ্রমিক।
‘তেল’
চকচক যন্ত্রপাতি। অনুমতি নিয়ে
আমি এক ডলা কালি মেখেছি গায়ে,
আমরা ঘুরে দাঁড়িয়েছি আবার –
কালো ঘর পিছনে ফেলে।
‘মুখোশ’
কিনিনি কোথাও! সবাই মুখোশ
পড়েছে। নির্বাক-নির্লিপ্ত
বেঢপ দীর্ঘ নিশ্বাসে মেশিন
কেঁপে উঠল।
‘ঘুম’
ভাঙল ভাঙল না –
শ্রমিক এসেছে সঙ্গে।
উপরি পাওনা ভাবছ
‘গাণ্ডু’-র
দল। শ্রম এবং পাউরুটি
অনর্থ বৃষ্টি
লৌহচূর্ণ পড়ছে। আজও বৃষতির ভিতরে
চ্যাংড়ামি তুলে বাঁচতে চাই
মৌন মিছিলে।
‘ক্রমাগত’ মৌন মিছিল।
মিছিলে মিছিলে
ঘুম ভেঙে যায়। দেখি গায়ের
চামড়াগুলো পুড়ে গেছে,
‘হাত’
নাকের কাছে নিয়ে – গন্ধ শুঁকি
হাতের মুঠোয় সময়
‘টুকরো’
টুকরো হয়ে গেছে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন