সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

মুরারি সিংহ

যা-ইচ্ছা কবিতাগুচ্ছ


মাঝেমাঝে ইচ্ছে করে সব চেনা হিসেবনিকেশ বদলে ফেলি। ইচ্ছে করে বাক্যের চেনা বিন্যাসকে ভেঙে ফেলে শব্দগুলোকে খানিক ছুটি করে দিই। কথার পাতায় স্বাধীনতা নামুক। শব্দরা ইচ্ছে মতো খুনসুটি করুক, ঝগড়া-মারামারি-ভাব-ভালোবাসা করুক। তারা শুয়ে থাকুক যার সঙ্গে যে খুশি, যার পাশে খুশি রাত কাটাক কথারা।



বুঁদ বলছে পিকনিক পাতা আঁচলে মুখোমুখি মেঘেরা আবার
ঘুম করে একটানা বেহুঁশ ভালোবাসা কাঁপা কাঁপা রোদে পালিত
বিস্তর সাজিয়ে পানপাত্র শাড়িতে নিষিদ্ধ ফুচকা ও আইসক্রিম
পছন্দ গুছিয়ে এঁকেবেঁকে পাশাপাশি তিলতিল প্রদাহ ফাটছে লিপস্টিক
নদীতীর কতবার ডাকাডাকি আর্তনাদ হাতেগোনা শরীরের


বাজছে আয়োজন মশারির পাঁঠাবলিতে আলতাপাড় গহ্বরে
তাপমাত্রা হৃদয় হেঁচকি কেমন ছত্রাক কতটা ধাঁধাঁ কতটা
তর্ক ও মোমের নষ্ট গাছে উল্লাস কাঁচা নজর নিঃস্ব দুকলি
আকরিক মাছের বাজার মাঠঘাট রোজ রোজ উদাত্ত আলপনা
ঘামেভেজা বিক্রিবাটা পাশফিরে জীবনকে ঢেউ যা ইচ্ছা উষ্ণতায়


তামসিক ছোটোমাসি ভাসছে কথাবার্তা ঘুটঘুটে ঘাসের চৌহদ্দি
এঁটোপাতা ছিমছাম হিমচম্পা নির্বান্ধব ছাপাখানা আরশোলা ইঁদুর
টিকটিকি একা একা নিরাময় হাঁটে তরতরিয়ে অধিকার নীলবিষে
কথাগুলো ভাসছে নিভছে উন্মাদ অসুখের সাময়িকী বেশ প্রতিদিনের
অপেক্ষায় সহজাত অভিমানে মুদ্রিত পাখি সাহস ডিঙোতে নষ্টই

অলংকরণ – মেঘ অদিতি

1 টি মন্তব্য: