সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

দেবাশিস দে



সাপটা

সাপটা ফণা তুলে ঘুরছে

বিষটা কোথায় ঢালবে ভাবছে
ইতস্তত বিক্ষিপ্ত চোখ চারদিক
ভাবছে কোথায় বা কাকে ঢালবে এই বিষ ?
চারদিক এখন বিষময় !
বিষহীন জায়গা কোথায় ?
খোঁজ চলতে থাকে –
আসপাশের ছোটো ফণাওয়ালারাও ঘোরে
বিষহীন জায়গা পায় না
বিষাদে সে নিজের গায়েই ঢালে বিষ !

1 টি মন্তব্য: