সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

সুপ্রভাত রায়


এখন আমার কোনো অসুখ নেই -

ভাষা। সঙ্গ। সম্পর্ক। বোলপুর

থেকে দূরে ক্রমশ আরও দূরে
বিচ্ছেদ ফুটে উঠছে আকাশের স্ক্রিনে কটু একটু করে একাকীত্ব জমতে জমতে

ঘোলাটে হয়ে উঠছে চরিত্রলিপির রং

সব ওড়াউড়ির সুতো গুটিয়ে নিতে নিতে

মনে হচ্ছে এই ‘সময়’টা হাত থেকে পড়ে
ভেঙে যাক টুকরো টুকরো হয়ে

আর আমি চোখেমুখে ঘাম নিয়ে

জেগে উঠি দুঃস্বপ্ন থেকে

অলংকরণ –কৌশিক বিশ্বাস

1 টি মন্তব্য: