কবিতা
অনন্যা সিংহ
তোমার ভূগোলের অঙ্কগুলো
জ্যামিতির সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছে
লেবুমাঠের দিকে ।
ঝুলন্ত বিছানায় একা দেওয়ালের ঝুল
তাল বুঝে কেটে পড়েছে হাটটিমাটিম ।
চাঁদের বুড়িও আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে ভানুসিংহের পদাবলীতে ।
শিল নোড়া হামানদিস্তা ,
আর কোনো কিছুরই দরকার নেই
পান ছ্যাঁচার জন্য
ফেয়ার এন্ড লাভলী আর রিভাইটালের জোরে
যৌবন তো কচ্ছপবেশ ধারণ করেছে ।
অনন্যা সিংহ
তোমার ভূগোলের অঙ্কগুলো
জ্যামিতির সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছে
লেবুমাঠের দিকে ।
ঝুলন্ত বিছানায় একা দেওয়ালের ঝুল
তাল বুঝে কেটে পড়েছে হাটটিমাটিম ।
চাঁদের বুড়িও আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে ভানুসিংহের পদাবলীতে ।
শিল নোড়া হামানদিস্তা ,
আর কোনো কিছুরই দরকার নেই
পান ছ্যাঁচার জন্য
ফেয়ার এন্ড লাভলী আর রিভাইটালের জোরে
যৌবন তো কচ্ছপবেশ ধারণ করেছে ।
darun
উত্তরমুছুন:) :)
উত্তরমুছুনGud but nothin xtraordinary
উত্তরমুছুন