বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

বনলতা সেন - আকাশলীনা

বনলতা সেন
আকাশলীনা


বহু বছরের অনভ্যাসের ফল ,
দারুচিনি দ্বীপ আর নির্জন কোলাহলো ।
পাখির নীড়ের মতো চোখ দুটি তুলে ,
কত বন্ধ মনের লোহার দরজা খুলে ,
পা ফেলা সেই “সবুজ ঘাসের দেশে” ,
স্তম্ভিত অবশেষে ।

কত বৃষ্টি ভেজা দিনে ,
হলুদ বালির স্তর
সোনা ঝরা রোদ
আর বাস অমলিনে ,
সবুজে ছেয়েছে মরুভূমি ।
কত শতাব্দী পরে আজও তুমি ,
বলে গেলে , ‘“এতদিন কোথায় ছিলেন’?”
‘পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’ ...

লৌহ পিঞ্জর ভেঙে চিলেকোঠা ,
নিয়মের ভাঙা-ছাদে মন ওঠা ,
দূর প্রান্তরে ছায় সবুজের গুঞ্জন ।
‘সমস্ত দিনের শেষে শিশির শব্দের মতোন
সন্ধ্যা আসে ;’
হাত পেতে ভালোবাসে –
চেয়ে নেয় , যা ছিল অন্যের ধন ।
‘পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন’
কখন সে কবিতা হবে ,
শব্দের বৈভবে ,
ঋণের হিসেব আর কত লেনদেন –
‘থাকে শুধু অন্ধকার , মুখোমুখি বসিবার বনলতা সেন’...

২টি মন্তব্য: