বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

মাসুম আওয়াল



মাসুম আওয়াল এর দুটি ছড়া
হাতি

এক যে ছিল হাতিরে ভাই
এক যে ছিল হাতি
হাতির ছিল ডজন খানেক
পুতি এবং নাতি।

বনের ভেতর হল্লা করে
ঘুরতো সবাই মিলে
পেঁচিয়ে শুঁড়ে আস্ত কলার-
গাছকে নিতো গিলে।

কিন্তু হঠাৎ হলো যে কী
পাই না তাদের দেখা
বনের অন্য প্রাণীরা সব
ঘুরছে একা একা।

বেশ ক’বছর পরের কথা
ঘুরতে গিয়ে মেলায়
বনের হাতির দেখা পেলাম
সার্কাসের এক খেলায়।

দূরন্ত সব হাতিগুলো
সেজে আছে বোকা
তাদের পিঠে বসে আছে
পিচ্চি মাহুত খোকা।


ভূতের ভয়

ভূতের ভয়ে ঘুম আসে না রাতে

ভূতের ভয়ে দাঁত লেগে যায় দাঁতে
ভূতের ভয়ে বন্দি হয়ে ঘরে
ভূতের ভয়ে গা পুড়ে যায় জ্বরে।

ভূতের ভয়ে হাত-পা শুধু কাঁপে
ভূতের ভয়ে আছি ভীষণ চাপে
ভূতের ভয়ে যাচ্ছি শুধু ঘেমে
ভূতের ভয়ে প্রাণটা আছে থেমে।

ভূতের ভয়ে থরহরি করব এখন কী
খুব জোরে এক হাচ্চি আমি
অমনি দিয়েছি
ভয় পেলে কি আর ওসব হাচ্চি-টাচ্চি হয়
হাচ্চি দিয়েই তবেই-না,
কাটলো ভূতের ভয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন