পাখি এবং
এবং শীতের কোনো ভোরে
যখন শিমূল তুলো ওড়ে
তখন ছোট্ট সে এক পাখি
হাতে ভরসা ভরা রাখি
আমায় মেঘ বোঝাত ছাতে
স্নেহের নরম বৃষ্টিপাতে
সে বার ঘুমের ভিতর ঝড়ে
বোধহয় সুদূর চিতোর গড়ে
দেখি ভাঙছে বাসা পাখির
ফলে বিবর্ণ সব রাখি
আমার চোখের কোণা ভিজে
সে জল ডানায় নিয়ে নিজে
পাখি ঝড় তাড়াল রাতের
স্নেহের নরম বৃষ্টিপাতে।
এবং শীতের কোনো ভোরে
যখন শিমূল তুলো ওড়ে
তখন ছোট্ট সে এক পাখি
হাতে ভরসা ভরা রাখি
আমায় মেঘ বোঝাত ছাতে
স্নেহের নরম বৃষ্টিপাতে
সে বার ঘুমের ভিতর ঝড়ে
বোধহয় সুদূর চিতোর গড়ে
দেখি ভাঙছে বাসা পাখির
ফলে বিবর্ণ সব রাখি
আমার চোখের কোণা ভিজে
সে জল ডানায় নিয়ে নিজে
পাখি ঝড় তাড়াল রাতের
স্নেহের নরম বৃষ্টিপাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন