প্রেমের কবিতা
মৃণাল বসুচৌধুরী
১
নদীগর্ভ থেকে আজ বসন্তের হাওয়া ছুটে আসে
তুমি কি উঠোন ছু৺য়ে উড়ে গেলে উত্তর আকাশে
২
তোমার জ্যোৎস্না নিয়ে মধ্যরাতে খুব কাড়াকাড়ি
শীতলপাটির মোহে বসে আছি তিনটি আনাড়ি
৩
নাভিমূলে ঝঝড় ওঠে জ্বলে ওঠে রাবণের চিতা
তার্কিক কলম ছেড়ে তুমি লেখো প্রেমের কবিতা
৪
শব্দ মমায়াজাল ছি৺ড়ে ফিরে আসে পোষমানা পাখি
সে জানে প্র্রেমের ঘেরে কোনখানে কতটা চালাকি
৫
শীতের কুয়াশা জানে যাবতীয় ঘুম-জাগরণ
কখন যে জ্বলে নেভে শরীরের লুকোনো লণ্ঠন
মৃণাল বসুচৌধুরী
১
নদীগর্ভ থেকে আজ বসন্তের হাওয়া ছুটে আসে
তুমি কি উঠোন ছু৺য়ে উড়ে গেলে উত্তর আকাশে
২
তোমার জ্যোৎস্না নিয়ে মধ্যরাতে খুব কাড়াকাড়ি
শীতলপাটির মোহে বসে আছি তিনটি আনাড়ি
৩
নাভিমূলে ঝঝড় ওঠে জ্বলে ওঠে রাবণের চিতা
তার্কিক কলম ছেড়ে তুমি লেখো প্রেমের কবিতা
৪
শব্দ মমায়াজাল ছি৺ড়ে ফিরে আসে পোষমানা পাখি
সে জানে প্র্রেমের ঘেরে কোনখানে কতটা চালাকি
৫
শীতের কুয়াশা জানে যাবতীয় ঘুম-জাগরণ
কখন যে জ্বলে নেভে শরীরের লুকোনো লণ্ঠন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন