গোলমরিচ
মানস চট্টরাজ
যার কাছে শিক্ষা নিয়েছি তাকেই মারি লাথি।
...
ইডেন উদ্যানে আজ আপেল গাছ লুপ্তপ্রায়,
বাতাসের স্বাদ আজ অম্ল, তেঁতুল গাছের আশীর্বাদে।
সম্পর্কে অনুপস্থিত সম্পর্কিতের মন,
ছড়িয়ে রয়েছে চারদিকে শুধু হরমোন।
পালিয়ে গিয়েও ফিরে যেতে হয় অন্ধকারে মুখ লুকিয়ে,
বৃহত্তম গুপ্ত সাম্রাজ্যের বর্ম খুঁজে আনতে।
অপরিচিতের ঘামের গন্ধটা যেন খুব পরিচিত,
বুড়ো মিন্সেটার সাথে এক গেলাসে নেশা করার সময়ও—
এই গন্ধটা লেগে গিয়েছিল গোটা শরীরে।
বাবা-ছেলের একই খাদ্যবস্তু জংলি সেই গোলমরিচ;
বাবা জানে মদের পেয়ালায় গোলমরিচের স্বাদ,
ছেলে জানে গোলমরিচ না মেশালে মদের বিস্বাদ।
পিঠ চাপরে ঘুম পারানো হাতটাই যেন পিঠে অস্ত্র হানে,
ফুরিয়ে যায় গোলমরিচের প্রয়োজন,
গোলমরিচ সেদিন থেকে ঝাঁঝালো বলে পরিচয় দেয়...।।
মানস চট্টরাজ
যার কাছে শিক্ষা নিয়েছি তাকেই মারি লাথি।
...
ইডেন উদ্যানে আজ আপেল গাছ লুপ্তপ্রায়,
বাতাসের স্বাদ আজ অম্ল, তেঁতুল গাছের আশীর্বাদে।
সম্পর্কে অনুপস্থিত সম্পর্কিতের মন,
ছড়িয়ে রয়েছে চারদিকে শুধু হরমোন।
পালিয়ে গিয়েও ফিরে যেতে হয় অন্ধকারে মুখ লুকিয়ে,
বৃহত্তম গুপ্ত সাম্রাজ্যের বর্ম খুঁজে আনতে।
অপরিচিতের ঘামের গন্ধটা যেন খুব পরিচিত,
বুড়ো মিন্সেটার সাথে এক গেলাসে নেশা করার সময়ও—
এই গন্ধটা লেগে গিয়েছিল গোটা শরীরে।
বাবা-ছেলের একই খাদ্যবস্তু জংলি সেই গোলমরিচ;
বাবা জানে মদের পেয়ালায় গোলমরিচের স্বাদ,
ছেলে জানে গোলমরিচ না মেশালে মদের বিস্বাদ।
পিঠ চাপরে ঘুম পারানো হাতটাই যেন পিঠে অস্ত্র হানে,
ফুরিয়ে যায় গোলমরিচের প্রয়োজন,
গোলমরিচ সেদিন থেকে ঝাঁঝালো বলে পরিচয় দেয়...।।
ভালো লাগলো মানস। লিখে যাও... :) ভালো থেকো!
উত্তরমুছুনযা চেয়ে ছিনু তা পেয়েছি তোমা হতে। বারেক উরাও পাল আর ভাসে চল নীল সুমুদ্রে।।
উত্তরমুছুন