শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - পিয়াস মজিদ

পিয়াস মজিদ
এই এখন

রক্তাভ চাঁদ

তারা পোড়া ছাই
রোদফুল মেঘফুল কুয়াশার ফুল
তোমার গোপন গোলাপ
রাক্ষুসীর সৌন্দর্য, গার্বেজের গন্ধ
দামিনীর গান, কৃষ্ণরাতের নীল রক্তপাত
অন্ধ বোর্হেস, পৃথিবীর সবশেষ ছোটগল্প
ভূমি ও শীর্ষের ইকুয়েশন
রোববার বানিশান্তা, সাধু থোমারের গির্জা
এক কিলো হর্ষ, তিন কিলো বিষাদ
ক্ষণিকা আর শাশ্বতী
বুদ্ধের চুল, হিংসার কিংডম
জুলাই মাস
তেরছা বৃষ্টি, মেঘের হামলায় ত্যক্ত আকাশ
নিউ টেস্টামেন্ট, গ্যাস চেম্বার, সলমা জরি
মরচে পড়া পড়ে আরো ধারালো হওয়া
আমাকে খুনের ছুরিটা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন