শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - দুর্গা রায়

রান্না বাটি
দুর্গা রায়

রান্না বাটি মেদুর ঘাসে ,
মেদুর ঘাসে রান্না বাটি
তুই যেন কার মেহুল মাসের জীয়ন কাঠি ?

মানুষটা কি ইলশেগুঁড়ি ভূকম্পন ?
পর্ণমোচী ?পাতায় পাতায় আলিঙ্গন

মেধা মেঘের বৃষ্টি বিলাস ?
দুঃখের ঘরে বেশ মনে হয়
ভিজল শুধু আদুর শরীর মাথার বালিশ

অস্তগামী ভাঙ্গা ভ্রুনের জের
ভোরের আজান শুনতে পেলি ফের?

আড়বাঁশিটা শুনতে কি পাস?
ওষ্ঠ অধর ছন্নছাড়া
অশোক ফুলের কাশ আদরে
ঝাপসা হোল চোখের পাড়া

আশ মেটেনি ভালবেসে?
আধেক ঘুমে জাগরনে
হাতড়ে বেড়াস অক্ষত ভোর
শোণিত স্রোতে অশ্রু মেশে

জলের মাঝে ভীষণ জলজ
যুদ্ধ বিদ্ধ সর্বনাশী
আধেক প্রেমে রাত্রি আসে
রান্না বাটি মেদুর ঘাসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন