শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

কবিতা - রাজ মাসুদ ফরহাদ

রাজ মাসুদ ফরহাদ এর দুটি কবিতা

প্রমিথিউস


আমাদের প্রেম ডানে ও বামে
যে চেয়েছে বামে
পায়নি কিছুই
জমেছে সিন্ধু-বিষাদ!
ডানে চেয়েছে যে
তার পথে
মেলে গেছে অপার-সম্ভাবনা!
ডানে ও বামে চেয়েছে যে
পেয়েছে প্রেম-আরাধনা
বিশ্বাসের প্রমিথিউস!


জেগে উঠার দিনলিপি

ভালো থেকো...না থাকার মাঝে

দু’চাকার সময়ের ফড়িঙ
সুতো কেটে কেটে
আমাদের হাতে কি তুলে দিয়েছে
--ভালো থাকা?
কয়টা মানুষ হারিয়ে গেলো
সেটা কিন্তু বড়ো কথা নয়
মাটিতে প্রাণ থাকলে সে তো
উঠবেই জেগে
দীর্ঘশ্বাসের সমস্ত কালো কুচকুচে
কান্নার পাঠ
আমাদের চোখের নীল দর্পণে
ভেসে উঠে মিলিয়ে যায়
দুটো শালিক চায়ের দোকানে
আড্ডায় কার্ল মার্ক্স গোর্কি
এবং বিকালের ভোকাট্টা স্বপ্নঘুড়ি
সুতো কাটাকাটি খেলে
এইভাবে আমাদের জেগে উঠার দিন
কিংবা রোদের উড়াল...
বহুদূরে ট্রেনের হুইসেলে
ফিরে ফিরে আসে
এই মাটির বুকে
কারো কারো ঠোঁটের চুমোর অপেক্ষায়
সব ঘুড়ি রৌদ্র কিংবা দু’চাকা কি হারিয়ে যায়?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন