ছোঁয়াচে রোগ পুষে রাখি
পৃথা রায়চৌধুরী
রুক্ষ খয়েরি জট চিরুনির অপেক্ষায়
আশ্চর্য অন্ধত্ব নির্বাক একবিন্দু
নিঃশ্বাস নিতে ধন্দে পড়ে খাবি খাই
ড্রাগনের অস্তিত্ব বরফ জমিয়েছে এন্তার
এক লহমায়
রুপকথার দত্যি দানো;
কোথায় তুমি, অসুস্থ?
চাদরের মলাট ছেড়ে সুস্থতা
হামাগুড়ি দিয়ে বিকৃতির রাজপথ ধরে
আদুল গায়ে পড়ে থাকে
দুর্গা, কালি, ঝুলি, লক্ষ্মী, অলক্ষ্মী;
এখন নেই, তখন ছিলো
লালসার এক সিন্ধু।
মুখোশও গলার নলি চিরে
ফিনকি দিয়ে বিচার চাইছে
কি হট্টগোল,
ওই পাশ ফিরে থাকি
আমি ঘুমন্ত।
পৃথা রায়চৌধুরী
রুক্ষ খয়েরি জট চিরুনির অপেক্ষায়
আশ্চর্য অন্ধত্ব নির্বাক একবিন্দু
নিঃশ্বাস নিতে ধন্দে পড়ে খাবি খাই
ড্রাগনের অস্তিত্ব বরফ জমিয়েছে এন্তার
এক লহমায়
রুপকথার দত্যি দানো;
কোথায় তুমি, অসুস্থ?
চাদরের মলাট ছেড়ে সুস্থতা
হামাগুড়ি দিয়ে বিকৃতির রাজপথ ধরে
আদুল গায়ে পড়ে থাকে
দুর্গা, কালি, ঝুলি, লক্ষ্মী, অলক্ষ্মী;
এখন নেই, তখন ছিলো
লালসার এক সিন্ধু।
মুখোশও গলার নলি চিরে
ফিনকি দিয়ে বিচার চাইছে
কি হট্টগোল,
ওই পাশ ফিরে থাকি
আমি ঘুমন্ত।
মুখোশও গলার নলি চিরে
উত্তরমুছুনফিনকি দিয়ে বিচার চাইছে
কি হট্টগোল,
ওই পাশ ফিরে থাকি
আমি ঘুমন্ত। ...... দারুন লাগলো।
thnq Pritam da
উত্তরমুছুনসুন্দর এবং একসাথে আই-ওপেনারও ..শুভেচ্ছা কবিকে
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ আপনাকে।
মুছুন