কবিতা - শ্যামল দাষ 
হাওয়ার গান 
 শ্যামল দাষ 
রোজ টের পাই কিছু রাত জাগা হাওয়া
 এ খবর হাওয়া থেকেই গিয়েছে পাওয়া
 একা একা ঘুরে আমাদের ঘরে, অন্দরে 
হাওয়ার তো যাওয়া নাই নাওয়া খাওয়া 
 পাওয়া নাই তবু সে একবার ঘুরে এসে
 এক রাতে হানা দেয় সীতা সাবিত্রী ঘরে 
তারা ছিলো দুই বোন দুটি জমজ শত্রুতা 
 এ বারি অন্যায় প্রিয় রাত জাগা হাওয়া । 
  
 
 
 
 
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন