আর একটাই ভোর
দেবাদৃতা বসু
এত কম সময়ে মাঠখানা অতিক্রম করেই বিকেল
রোমশ হাত ডাকে হাতছানি দিয়ে ।
একটানা বেজে চলে সেলফোন,
আছে আন্তরবাস ভরে ফেরোমোন।
পুরুষকারের ভিটে, চোরা কুঠুরির অন্ধকার
বন্দি লক্ষ্মীর ঝলমলে সাজানো ঘট,
এত কম সময়ে সিঁড়ি বেয়ে উঠে গেলেই রাত।
খোলা ছাদে খেলা করে সরল রেখার মত কিছু আগুন।
আগুন- খোলা বাতাসের মত,
স্বচ্ছ, তীব্র, জ্বালাময়,
অপেক্ষা শুধু সিঁড়ি গোনার,
অপেক্ষা, শুধু আর একটাই ভোরের।
দেবাদৃতা বসু
এত কম সময়ে মাঠখানা অতিক্রম করেই বিকেল
রোমশ হাত ডাকে হাতছানি দিয়ে ।
একটানা বেজে চলে সেলফোন,
আছে আন্তরবাস ভরে ফেরোমোন।
পুরুষকারের ভিটে, চোরা কুঠুরির অন্ধকার
বন্দি লক্ষ্মীর ঝলমলে সাজানো ঘট,
এত কম সময়ে সিঁড়ি বেয়ে উঠে গেলেই রাত।
খোলা ছাদে খেলা করে সরল রেখার মত কিছু আগুন।
আগুন- খোলা বাতাসের মত,
স্বচ্ছ, তীব্র, জ্বালাময়,
অপেক্ষা শুধু সিঁড়ি গোনার,
অপেক্ষা, শুধু আর একটাই ভোরের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন