সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কবিতা - মেঘ অদিতি

আলো ভেঙে গেলে
মেঘ অদিতি

অনৃত গল্পের ভেতর পাখি উড়ে এলে
সন্ধি প্রস্তাবে থাকে ঘাসফুল শুধু
বাইরে নেশাতুর ডাক
চিত্রকল্পে ফিরে গেছে ক্রিসমাস ঈভ
বিরুদ্ধ হাওয়ায় সেই ফুলছাপটিও আর নেই..
অথচ রাত্রি অধীর
অধিক সংকেতে ভাসে ঘুম
আত্মশোকের গায়ে মোহবার্তা আসে, ‘জেগেছে বুনো ঘোড়া ওই’

আর উৎসর্গপত্রে ঘাসফুল লিখে যায়
‘আলো ভেঙে যাবার পর সমর্পণের সেই গল্পটা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন