মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

সম্পাদকীয় - ১৩তম সংখ্যা ১ম বর্ষ





সম্পাদকীয় 



দাবানলের সামনে দাঁড়িয়ে বুক যখন উত্তাপ পোহায়, তখন শীতল আলিঙ্গনে
সাহিত্য আমাদের জীবনে বন্ধুত্বের পেলব ছোঁয়া দেয়। আমাদের ক্ষেপচুরিয়াস একটি সাহিত্য সংগঠন। কবি, গদ্যকার, পাঠক, সাহিত্যিক সমালোচক সকলকে এক মঞ্চে দাঁড় করিয়ে সার্বিক মেলবন্ধন – এই আমাদের লক্ষ্য ।


জানুয়ারি, ফেব্রুয়ারি মূলত সাহিত্য পার্বণের সময়। লিটিল ম্যাগাজিন, বইমেলা সবেতেই নতুন লেখার গন্ধ। আমাদের এবারের সংখ্যাটিও প্রতি বারের মতো সাহিত্যের প্রাণ সহযোগেই সাজানো হলো। নতুন বছরের দ্বিতীয় সংখ্যা আমাদের সাহিত্য প্রেমী পাঠকদের সহযোগিতায় পূর্ণ হয়ে উঠুক, এই কামনা করি।


ক্ষেপচুরিয়াসের পক্ষে ঊষসী ভট্টাচার্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন