সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কবিতা - বিপ্লব মুখার্জী



শ্রীরাগ
বিপ্লব মুখার্জী


এখন আলোকবর্ষ কয়েক পরে
দেশ কাল জ্যোতিঃশুন্য এ মুহূর্ত অনড়
শূন্যতায় চলাচল বড় স্বাধীন। রোমন্থন বাধাহীন,
ওকি ! কোথায় বাঁশি বাজে পরিচিত আলোর ভোরে ?
রুপহীন, জ্ঞানের অতীত ভীষণ শক্তি, চেতনায়
জেগে আছো আর কেউ ?
স্মৃতিতে একদিন ......
তখন নিরালা রাত , তখন একাকী ছাদ
তখন আর্দ্র মন , তখন যে প্রয়োজন
তখন খেলার সাথি, তখন মায়াবী রাতি
আলোকবর্ষ আলোকবর্ষ পারে এ চলৎ-শক্তিহীন
ঘোর কৃষ্ণ-পরিসরে
কত ভীড় , স্মৃতির বাসনার রঙের ।
ফিরে চলি ফের ......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন