শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - সৈকত ঘোষ

ঘুমন্ত পৃথিবীর রেপ্লিকা
সৈকত ঘোষ


বেশি কিছু ভাবলেই আমার ঘুম আসে
কারণ ---

ক . সংখাস্তত্ত এবং মনস্তত্ত সাইকেল গ্যারেজ এ
      শেখানো হয়না
      খুচরোর হিসেব অনেকটা অকর্ষ বেয়ে
      কুম্ভ দর্শন ...

খ . কলেজগার্ল এবং কলগার্ল এর পার্থক্য
     দৈনিক সংবাদ পত্রের মতে
     উভয়েই দরকার মত
     মৌমাছি থেকে মধুতে রূপান্তরিত হতে পারে

গ. লেডিস হোস্টেলে থাকা মেয়েরা
    একটা ইন্দ্রিয় অবশ্যই ভোঁতা
    কারণ সারাদিন খুজলেও শরীরে রোদ্দুরের
    চিহ্নমাত্র নেই

ঘ . বেঁচে থাকার কারণ
     মাঝে মধ্যে নক্ষত্রের ওপারে খোলা আকাশ দেখলে
     শরীরের এপিঠ থেকে ওপিঠে ঝড় আসে ...
     সমকৌনিক দূরত্বে নিজের সাথে নিজের সহবাস

শেষে আয়নায় অচেনা মুখ

ঝড় থামলে আমি ওপাশ ফিরে শুই...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন