আমি পরস্ত্রীকাতর !
জল যাচ্ছে জলে, একলা ঈথার
আমি জন্ম কানা প্রেত বিছানায়
নিশান চ্যাটার্জী
যাচ্ছে জ্বলে যাচ্ছে পুড়ে, সমস্ত সংসার
যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে ছিঁড়ে সমস্ত পয়জার!
আলগা হাসি, তীব্র ব্যথা, বিপন্ন, গম্ভীর
জ্বলে
সৃষ্টি জ্বলে বৃষ্টিজলে, আরক্ত তুণীর।
জ্বলে ঈর্ষা জ্বলে শেষ বিকেলে
জল ভেসে যায় রং মিশেলে
তবু দিচ্ছে হানা, হাসতে মানা,
বীভৎস তৎপর!
জল যাচ্ছে জলে, একলা ঈথার
দেখো
জ্বলছে আলো, বাড়ছে মিটার
আমি জন্ম কানা প্রেত বিছানায়
পরশ্রীকাতর!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন