সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কবিতা - ঊষসী ভট্টাচার্য

গোলার্ধ
ঊষসী ভট্টাচার্য

নাভিমূলে বৃষ্টিপাত ঘটিয়ে কেউ বলেছিল,
সব ঝুট হ্যায়...
সব ঝুট হ্যায় ...
তারপর থেকেই পৃথিবীতে চড়া রোদের
কড়া হুমকি ...
এলোপাথাড়ি তুমুল আন্দোলনে
মেঘের ঘরে রোজই
চোদ্দোদফা অনশন ।
মিটিং মিছিলের তাবৎ ভাষণে
সিলিং ফ্যনের মত ঘুরতে থাকে পৃথিবী,
এদিকে জীবনের রসাতল দপ্তরে দপ্তরে।
কার্নিশে বসা ঘু ঘু টার হন্যে হয়ে ঘোরা
সময়ের চাকা থেমে যায় নিয়তির আবর্তে
তার পরেই সেই মহাশূন্য !
যার সূচনা ও সমাপ্তিতে বৃত্তের পর বৃত্ত
শুধু সমান্তরাল রেখাই বানায়,
যোগসূত্র ঘটায় না ।।

২টি মন্তব্য: